ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 22-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65139 জন
লক্ষ্মীপুর জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন। ছবির ক্যাপশন: লক্ষ্মীপুর জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন।
ad728

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মে)  বেলা ১১ টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করেন।
এই সময়ে সংগঠনের প্রচার সম্পাদক  মামুন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সংগঠনের  সভাপতি-রাজু হাসান,সাধারণ সম্পাদক-আব্বাস হোসেন, সহ-সভাপতি নুরুল হুদা,কোষাধ্যক্ষ-নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক, রাশেদুল ইসলাম,সদস্য-রহমতুল্লাহ, আধুনিক হাসপাতালের ডিএমডি- শহিদুল ইসলাম,নোভা হাসপাতালের পরিচালক- বাবুলসহ আরো অনেকে।

বক্তারা বলেন,  বিদ্যুৎ এর বিভ্রাটের কারণে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বার বার লোডশেডিং এ অতিষ্ঠ সেবা গ্রহীতারা। বিদ্যুৎ এর হাই ও লো ভোল্টেজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতালের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ। বিদ্যুৎ এর ভোগান্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানান।  অন্যথায় বিদ্যুৎ অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ দৈনিক ভোরের সকাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

লক্ষ্মীপুর জেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন।