জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা গুম, খুন, দুর্নীতির সঙ্গে জড়িত, আগে তাদের বিচার করা উচিত। তাদের বিচার না করে যদি ভোট দেওয়া হয়, তাহলে খুনিরা আবার রাজপথে বেরিয়ে আসবে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজারে গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।জামায়াত নেতা রেজাউল করিম আরও বলেন, বিগত দিনে যেভাবে গুম, খুন, রাহাজানির মাধ্যমে গোটা দেশকে একটি অস্থিতিশীল অবস্থা করা হয়েছে, জুলাই বিপ্লব পরবর্তী সবার প্রত্যাশা সেই সিস্টেমের পরিবর্তন। সেই সিস্টেম রেখে যদি ভোট করা হয়, তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমরা মনে করি সংস্কার প্রয়োজন।তিনি বলেন, সে সংস্কার অনন্তকালের জন্য নয়। বরং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে এবং বিগত দিনে যারা এ দেশকে লুটেপুটে খেয়েছেন, তাদের বিচার করে তারপর ভোট দিতে হবে।গণসংযোগ চলাকালে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।