ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বিজিবি । আজ মঙ্গলবার
  • আপলোড তারিখঃ 04-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1286511 জন
ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ ছবির ক্যাপশন: ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।। 


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বিজিবি । আজ মঙ্গলবার বিভিন্ন সময়ে মাটিলা, শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদ ও নাগরিককে আটক করে তারা ।


মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২২-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বাঁশ বাগানের মধ্যে থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর সিজার মূল্য সত্তর হাজার পাঁচশত টাকা।


তিনি আরো বলেন, শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল এর আমবাগানের সামনে রাস্তার উপর হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর সিজার মূল্য একান্ন হাজার টাকা।


অন্যদিকে, পলিয়ানপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ০১ ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়।


তিনি বলেন, আটককৃত ও জব্দ মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স