ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এম এইচ বাহাউদ্দিনের সভাপতিত্বে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 16-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 249783 জন
নড়াইলে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নড়াইলে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি এম এইচ বাহাউদ্দিনের সভাপতিত্বে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক তত্ত্বাধায়ক ডা. আলমগীর বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নড়াইল জেলার উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক ফেডারেশনের সদস্য ও সাধারণ শিক্ষকসহ দুই শতাধিক শিক্ষক। এ সময় বক্তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বেতন বৈষম্য দূরীকরণ, সকল সুযোগ সুবিধা সমন্বয়করণ, শিক্ষা কারিকুলাম পরিবর্তন, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করণসহ দেশকে এগিয়ে নিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স