লক্ষ্মীপুর প্রতিনিধি :- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মে শুক্রুবার অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রায় দেড়শতাধিক কর্মী অংশগ্রহণ করে।
চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের পরিচালনায় দেশীয় আন্তর্জাতিক সাংগঠনিক ধর্মীয় ৬ টি বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন লক্ষীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজউল্লাহ, জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান,
কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে ডেলিগেটদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল লক্ষনীয়।
দীর্ঘ এক যুগ পর কর্মশালার আয়োজন করতে পেরে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন,এবং ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদেরপ্রতিও কৃতজ্ঞতা জানান। মুলত এধরনের পোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগঠন পদ্ধতির আলকে তার কর্মীদের সাংগঠনিকভাবে ভাবে দক্ষ হবার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। ফ্যাসিষ্ট সরকারের দমন নিপীড়নের কারনে বিগত দিনে এধরণের প্রশিক্ষণ মুলক পোগ্রাম প্রায় বন্ধ ছিল।
বাছাইকৃত কর্মীদের পাশাপাশি চন্দ্রগঞ্জ থানা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আমির সেক্রেটারিরা শিক্ষা শিবিরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।