ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহে আলমসাধুর চাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বাজারে স্থানীয় পরিবহন আলমসাধুর চাপায়
  • আপলোড তারিখঃ 08-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 180803 জন
ঝিনাইদহে আলমসাধুর চাপায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: ঝিনাইদহে আলমসাধুর চাপায় শিশুর মৃত্যু
ad728

 সিনিয়র স্টাফ রিপোর্টার,  ঝিনাইদহ ।।  ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বাজারে স্থানীয় পরিবহন আলমসাধুর চাপায় হাবিবুল্লাহ (৪) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।  শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গান্না সরকারি পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত শিশু হাবিবুল্লাহ গান্না গ্রামের রাজীব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় আলমসাধু শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দেয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স