ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

নড়াইল সদর উপজেলায় শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 25-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 217629 জন
নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ছবির ক্যাপশন: নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
ad728

নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) নড়াইল সরকারি বালক বিদ্যালয় এলাকায় মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে সাতজন চিকিৎসক রোগী দেখেন। এছাড়া সবাইকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শরীফ আতিয়ার রহমানের ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষে বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আমরা আনন্দ পাই। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই। আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। কয়েকজন রোগীর সাথে কথা বল্লে তারা বলেন, আমরা অনেক খুশি৷ আমরা গরীব মানুষ শহরের বড় বড় ডাক্তার দেখানোর সামর্থ আমাদের নেই৷ এনাদের মত যদি বড় বড় ডাক্তারা এগিয়ে আসেন তাহলে আমরা গরীব মানুষের অনেক ভালো সেবা পাবো৷ এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং মরহুম শরীফ আতিয়ার রহমানের বাড়িতে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে রোগী দেখা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সমাজে এ ধরণের ভালো কাজ আরও প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেনঃ ডেইলি ভোরের সকাল

কমেন্ট বক্স